এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, ভাতার অর্থ অনুমোদন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর এসেছে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বাবদ সহায়তার জন্য ২২৯ কোটি টাকা পুনঃউপযোজনের জন্য অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

সম্প্রতি অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের সই করা এক নির্দেশনা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, পুনঃউপযোজনের এ টাকা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট থেকে দেওয়া হবে। এ বরাদ্দের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা ভাতাদি পাওয়ার ক্ষেত্রে আর্থিক নিশ্চয়তা পাবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২১ এপ্রিলের এক স্মারকের ভিত্তিতে এ বরাদ্দ পুনঃউপযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একইসঙ্গে এই অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয়পূর্বক চলতি ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যে কোডগুলো থেকে পুনঃউপযোজন করা হয়েছে, সে-কোডগুলো পরবর্তীতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। প্রশাসনিক বিভাগ কর্তৃক জারিকৃত সরকারি আদেশের দুটি কপি প্রয়োজনীয় কার্যক্রমের জন্য অর্থ বিভাগে পাঠাতে হবে।

এ সংক্রান্ত সরকারি আদেশের কপি অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুলিপি পাঠানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *