শেখ হাসিনা না থাকায় এবার আমার ঈদ অন্যরকম: ন্যান্সি

শেখ হাসিনা না থাকায় এবার আমার ঈদ অন্যরকম বলে মন্তব্য করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। বেসরকারি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ন্যান্সি আরো বলেন,

দেশের অনেক কিছুই হয়তো স্বাভাবিক নেই এই অবস্থার মধ্যে। সব যে খুব ভালো চলছে সেই দাবিও করব না। তবে আমি শতভাগ মুক্ত এইটা অনুভূতি করি প্রতিদিন, প্রতি মুহুর্তে ভাবি যে আমি স্বাধীন।

তো সবকিছু মিলিয়ে আমার ঈদ একদম ১৬ আনা। এই কণ্ঠশিল্পী আরো বলেন, আগের বছর আমার কোন গানই ছিল না সিনেমাতে, কিন্ত এ বছর আমার গান হচ্ছে। যদিও ফিল্মের সংখ্যা কম।

তবে আমার এবারের ঈদ পুরো ঈদের মত, উৎসব যেমন হয় ঠিক তেমন টের পাচ্ছি। শেখ হাসিনা চলে যাওয়াতে আমার সব দিকটা মুক্ত। এখন কোন পুলিশি হয়রানি নাই, কাজ করতে পারছি, কোন নিষেধাজ্ঞা নাই।

সূত্রঃ https://youtu.be/L7YvQPv6jTo?si=8caaRFK2uTp5Rn9R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *