
দিল্লিতে বসে বক্তব্য দেওয়ার ঘোষণা দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচির ঘোষণা করেছে। সংগঠনটি জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে জুলাই গণহত্যার ভিডিও, ডকুমেন্টারি ও ছবি প্রদর্শন করা হবে।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, দেশের ছাত্রসমাজের বিরুদ্ধে নৃশংসতম গণহত্যা চালানোর পরেও হাসিনা দিল্লিতে বসে ভাষণ দেওয়ার যে ধৃষ্টতা দেখাচ্ছেন,
তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই নির্লজ্জতার প্রতিবাদে ঢাকা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণহত্যার তথ্যচিত্র, ভিডিও ও ছবি প্রচার করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের সব নাগরিক ও গণমাধ্যমকে এই প্রতিবাদে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা অনুরোধ করেছে, প্রতিটি বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে জুলাই গণহত্যার ভিডিও প্রচার করতে।
এছাড়া, রাত ৯টায় দেশের সব সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ সম্পর্কিত বিশেষ বুলেটিন সম্প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, তারা আশা করে যে, গণমাধ্যমসহ সচেতন ছাত্র ও জনগণ এই আন্দোলনের পাশে থাকবে এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হবে।