এবার ভারত পাকিস্তান যু’দ্ধ নিয়ে দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র!

দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, এই সংঘাত “মূলত আমাদের কোনও বিষয় নয়”।

শুক্রবার এক প্রতিবেদনে এই মন্তব্যের কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা চাই না এমন কোনও যুদ্ধে জড়াতে, যা আমাদের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের নিয়ন্ত্রণও নেই।”

তবে তিনি জানান, ওয়াশিংটন চায় নয়াদিল্লি ও ইসলামাবাদ নিজেদের মধ্যে উত্তেজনা কমাক এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আন্তর্জাতিক সংঘাতে সরাসরি যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কমিয়ে আনার পক্ষে কথা বলে আসা জেডি ভ্যান্স বলেন, “আমরা কেবল উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাতে পারি।”

এর আগে বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, “আমি চাই তারা নিজেরা বিষয়টি মিটিয়ে নিক। এই সংঘাত বন্ধ হওয়া দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *