জনপ্রিয় কণ্ঠশিল্পীর মৃ’ত্যু, নেমে এসেছে শোকের ছায়া

মারা গেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর।

কোলন ক্যানসারে ভুগছিলেন গায়ত্রী। সব যুদ্ধ শেষ করে শুক্রবার (১৬ মে) গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে মারা গেছেন গায়িকা। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগত, সহকর্মী ও ভক্তমহলে।

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, নেমকেয়ার হাসপাতালের পরিচালক ডা. হিতেশ বরুয়া গণমাধ্যমকে জানান, তিনদিন আগে গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। তবে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাতে থাকেন সহকর্মী, ভক্ত ও বিশিষ্টজনেরা।

চলচ্চিত্র নির্মাতা আইমি বরুয়া এক্স-এ লেখেন, গায়ত্রী হাজারিকার গায়কী আসামের সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। তার প্রস্থান একটি অপূরণীয় ক্ষতি।

সংগীত পরিচালক কাকোটি বলেন, তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী। তার মৃত্যু আসামের সংগীতজগতে এক শূন্যতার সৃষ্টি করল, যা সহজে পূরণ হবার নয়।

আসামেই জন্ম ও বেড়ে ওঠা গায়ত্রী হাজারিকার। ঐতিহ্যবাহী আসামি সংগীতকে আধুনিক সুরের সঙ্গে মেলাতে তার দক্ষতা ছিল প্রশংসনীয়। বিশেষ করে তার আইকনিক গান ‘ফাগুন’ তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *