মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বান্ডিল বান্ডিল টাকা

বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

ওসি জানান, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার (১৫ মে) ও শুক্রবার (১৬ মে) পৃথক তিনটি অভিযানে এসব টাকা উদ্ধার করা হয়। প্রথমে বৃহস্পতিবার লামা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের কাছ থেকে ৫০ হাজার ২০০ টাকা উদ্ধার

করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাবেক বিলছড়ি সিলেটি পাড়ার ওয়াসির আলীর পাহাড় এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় ২ লাখ ৬৭ হাজার টাকা। পরে করিম নামে এক ব্যক্তির বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে পাওয়া যায় আরও ১৮ লাখ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. করিম দক্ষিণ চট্টগ্রামের আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাকে এই ডাকাতির মূল পরিকল্পনাকারী বা ‘মাস্টারমাইন্ড’ হিসেবে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, গত ৯ মে ভোররাতে লাইনঝিরি এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে দেশীয় অস্ত্রসজ্জিত একদল ডাকাত হামলা চালায়। তারা অফিসের কর্মীদের মারধর করে বেঁধে রেখে আলমারি ভেঙে ১ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৬৩৮ টাকা লুট করে নিয়ে যায়।

পরদিন অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকাত দল একটি লোহার সিন্ধুক ভাঙার চেষ্টা করেছিল, যেখানে আরও সাড়ে তিন কোটি টাকা রাখা ছিল। তবে তা লুট হয়নি। তদন্ত ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *