জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন নিয়ে বড় ‘সুখবর’ দিল সরকার

আগামী অর্থবছর থেকে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। রেজিস্ট্রেশন ফি ও করহার প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। এতে দেশের প্রোপার্টি মার্কেটে বাড়তি গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশনের সময় অঞ্চলভেদে মোট কর ও ফি মিলিয়ে ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ব্যয় হয়ে থাকে। তবে প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, এই হার কমিয়ে ৮ থেকে ৯ শতাংশে নামিয়ে আনা হতে পারে।

এই তথ্য উঠে এসেছে বুধবার (২১ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্ট থেকে।

তিনি জানান, আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেটে এই পরিবর্তন অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নাগরিকদের আবাসন ব্যয় কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *