সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জরুরি নির্দেশনা, নতুন আইন জারি

চাকরির বিধি লঙ্ঘনের অভিযোগে কোনো ধরনের তদন্ত ছাড়াই মাত্র ২০ দিনের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে, এমন বিধান রেখে আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন এই আইনে শাস্তিপ্রাপ্তরা আদালতের কাছেও প্রতিকার চাইতে পারবেন না।

২০১৮ সালের সরকারি চাকরি আইন ও ১৯৭৯ সালের সরকারি কর্মচারী অধ্যাদেশ একত্র করে সংশোধনী আকারে এই প্রস্তাব বৃহস্পতিবার উপস্থাপন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি উপস্থাপনের পর অনুমোদন পেলে অবিলম্বে তা কার্যকর করা হবে।

এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দুই অংশ এবং আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন। তারা এই উদ্যোগকে অন্যায্য ও একতরফা বলে অভিহিত করেছেন এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন।

সূত্র:https://youtu.be/w6zV_w1e_vY?si=8qdCqci2-f6CacRx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *