স্বরাষ্ট্র উপদেষ্টার বকুনিতে ৪ দিনেই কাজ সম্পন্ন

দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা একটি রাবার ড্যামের কাজ মাত্র চার দিনের রেকর্ড সময়ে সম্পন্ন হয়েছে, যার পেছনে রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর তদারকি ও নির্দেশনা। গত ১০ এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে

এক জরুরি ফোনকল আসে, যেখানে কাজের বিলম্বের কারণ জানতে চাওয়া হয়। উপদেষ্টা মহোদয় স্পষ্ট ভাষায় সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, “পয়সা খাবেন, পকেটে ঢুকাবেন, কিন্তু কাজ করবেন না – তা হবে না। সাত দিনের মধ্যে কাজ শেষ করুন।” এই কঠোর নির্দেশের পরই প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে কাজ শুরু করেন।

কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, প্রকৃতপক্ষে ড্যামটিতে কোনো বড় ধরনের ত্রুটি ছিল না। কিছু ভুল তথ্য এবং স্থানীয় কৃষকদের বিভ্রান্তিকর অভিযোগের কারণে কাজটি ঝুলে থাকছিল।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে যাওয়ায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপের ফলে কাজের গতি বেড়ে যায়। ফলশ্রুতিতে, ১২ এপ্রিল নাগাদ ড্যামটি সম্পূর্ণভাবে ফোলানো সম্ভব হয় এবং এর কার্যকারিতার প্রমাণস্বরূপ ছবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

এ ঘটনার পর সংশ্লিষ্ট বিভাগগুলোতে একটি নতুন উদ্যম দেখা গেছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বর্তমানে রাবার ড্যামটি পুরোপুরি সচল রয়েছে এবং এর কার্যক্রমে কোনো সমস্যা নেই।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে জনগণের অভিযোগ দ্রুততম সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার এই হস্তক্ষেপ প্রশাসনিক কাজে গতিশীলতা আনার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র:https://youtu.be/X1WRPLFZJoM?si=KoD-o4BAqf5w9BkO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *