যে কারণে প্যারোলে মুক্তি চেয়েছিলেন দীপু মনি, যা বললেন ট্রাইব্যুনাল

অসুস্থ স্বামীর পাশে থাকতে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে শুনানি শেষে দীপু মনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেছেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। এ জন্য স্বামীর পাশে থাকতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন তিনি।

উল্লেখ্য, ১৬ আগস্ট সাবেক এই সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর দীপু মনির বিরুদ্ধে গত ১৩ আগস্ট পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় ঢাকার মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করা হয়।

মামলা নম্বর- ০৫।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল-সমাবেশ করে। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র-জনতা নিহত ও আহত হন।

১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *