এবার ‘অপারেশন সিঁদুর’ নামে ভারতে হবে সিনেমা

পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের চালানো সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বলিউডে শুরু হয়েছে শিরোনাম নিবন্ধনের প্রতিযোগিতা। ভারতীয় গণমাধ্যম

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায় ইতোমধ্যে প্রায় ১৫ জন নির্মাতা ও প্রযোজক এই শিরোনামে সিনেমা নির্মাণের জন্য নিবন্ধন আবেদন করেছেন।

গণমাধ্যমটি আরও জানায়, সিনেমার নাম হিসেবে ‘অপারেশন সিঁদুর’ পেতে প্রযোজকদের মধ্যে হিড়িক পড়ে গেছে। ইতোমধ্যে ১৫ জনের মতো নির্মাতা ও বেশ কয়েকজন প্রযোজক এই শিরোনামের জন্য আবেদন করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এসডাব্লুআইসিই)-এর সভাপতি বিএন তিওয়ারি।

তবে নাম নিবন্ধনের এই প্রবণতা বলিউডে নতুন নয়। অতীতেও বড় কোনো জাতীয় ঘটনা ঘটলেই নির্মাতারা সংশ্লিষ্ট নাম বা ধারণা নিয়ে চলচ্চিত্র তৈরির আগ্রহ দেখিয়েছেন। যা নিয়ে পরবর্তীতে হয়েছে ছবিও।

যেসবের মধ্যে বিশেষ করে রয়েছে ‘উরি’, ‘ওয়ার’, ‘ফাইটার’–এর মতো যুদ্ধভিত্তিক ছবিগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *