
ভারত ও পাকিস্তানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতীয় অন্তত দুটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করেছে। এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তারা এই তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, আত্মবিশ্বাসের সঙ্গে আমরা বলতে পারি, পাকিস্তান তাদের চীনা নির্মিত জেএফ-১০ যুদ্ধবিমান থেকে আকাশে থাকা ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর ফলে অন্তত দুটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।
আরেক মার্কিন কর্মকর্তা জানান, পাকিস্তানের গুলি করে ভূপাতিত করা ভারতীয় যুদ্ধবিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফরাসি নির্মিত রাফাল।
এর মধ্যেই এবার রাফালের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছেন যে, আসলেই রাফাল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে। এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটল।
তবে দিল্লি এখনো কোনো যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেনি। বরং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসবাদী অবকাঠামোতে’ হামলা চালিয়েছে।
পাকিস্তান দাবি করেছে যে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার (৮ মে) রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে সরকারি তথ্য সঠিক সময়ে জানানো হবে।
সংবাদ সম্মেলনে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় ভারতীয় ৫০ সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবির বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিবকে কোনো প্রশ্ন করা হয়নি। আর এই বিষয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও কোনো কথা বলেননি।
জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের চালানো অপারেশন সিঁদুরে শতাধিক নিহত হয়েছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী নয়াদিল্লিতে সর্বদলীয় এক বৈঠকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই দাবি করেন।
তবে এই দাবির বিষয়েও কোনো কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, এই বিমান হামলার পর মাত্র ৩৬ ঘণ্টা পার হয়েছে এবং আরও বিস্তারিত জানার জন্য গণমাধ্যমকে অপেক্ষা করতে হবে।