হজযাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আ’ট’ক আওয়ামী লীগ নেতা!

দেশজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অন্তর্বর্তী সরকারের ঘোষণার প্রেক্ষাপটে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এরই মধ্যে পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের এক নেতা।

আটক হওয়া এই নেতা হলেন আব্দুল আউয়াল সরদার। তিনি গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোসাইরহাট পৌরসভার সাবেক মেয়র। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি হজে যাওয়ার কথা বলে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে বৃহস্পতিবার দিবাগত রাতে বিমানবন্দরে পৌঁছানোর পরই তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের ঘটনার পর থেকে আউয়াল সরদার আত্মগোপনে ছিলেন। এরপর বৃহস্পতিবার রাতে গোপনে বিদেশে পালানোর চেষ্টা করেন তিনি। হজযাত্রীর বেশে বিমানবন্দরে প্রবেশের সময় তাকে চিহ্নিত করে ইমিগ্রেশন পুলিশ আটক করে।

বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম জানান, “৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি চুপিসারে বিদেশে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বর্তমানে তাকে গোসাইরহাট থানায় নিয়ে আসা হচ্ছে।”

এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন সাংবাদিকদের জানান, “আব্দুল আউয়াল সরদারকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে,এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে ইমিগ্রেশন থেকে কোনো কাগজপত্র আমাদের কাছে আসেনি। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি-না, তা আমরা যাচাই করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *