হঠাৎ দলবেধে পদত্যাগ করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা!

ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগের নেতারা একের পর এক পদত্যাগের মিশনে নেমেছেন। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এরপরই দল থেকে পদত্যাগের হিড়িক লেগে গেছে।

ফ্যাসিস্ট দলটির নেতাদের পদত্যাগের ধরণও বেশ চমক জাগানিয়া। কেউ ফেসবুকে হাসিনার দলকে স্বৈরাচার আখ্যা দিয়ে পদত্যাগ করছেন তো আবার কেউ ঢাকঢোল পিটিয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে দলত্যাগের ঘোষণা দিচ্ছেন। শুধু কি তাই? শরীরে দুধ ঢেলে আবার নিজেকে পরিশুদ্ধ করছেন। এখন প্রশ্ন হলো হঠাৎ করে এভাবে আওয়ামী লীগ কেন ত্যাগ করছেন এসব নেতারা?

এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ। স্বৈরাচার হাসিনা ২৪ এর গণঅভ্যুত্থানে চোরের মত লেজ গুটিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলেই পালিয়ে যায়। জুলাই অভ্যুত্থানে হাসিনার নির্দেশে তার গদি বাঁচাতে ছাত্র জানতার ওপর নীপিড়ন চালাতে প্রকাশ্যে অস্ত্র হাতে মাঠে নামে তার দল আওয়মী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। কিন্তু হাসিনা বেলাশেষে নিজে বাঁচতে তাদের বিপদে ফেলে পালিয়ে যায়। যে দলের নেত্রী এমন অমানবিক। নেতাদের বিপদে ফেলতে পারে সেই দল, আর কি করে করবে বাংলার জনতা? আওয়মী লীগ থেকে পদত্যাগ করা বেশীর ভাগ নেতাই এটিকে পদত্যাগের অন্যতম কারণ হিসেবে অবহিত করেছেন।

এদিকে আবার সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম। ফ্যাসিস্ট হাসিনাসহ বড় বড় সব নেতারাও দেশের বাইরে। তারা কবে ফিরবেন আদৌ বাংলার জমিনে ফিরতে পারবেন কি না তা নিয়েও রয়েছে বেশ সংশয়। এর মধ্যে হাসিনা পুত্র জয় নাগরিকত্ব নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সব মিলে আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে যেনো অন্ধকার। তাই বাধ্য হয়েই এসব নেতারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন।

২৪ এর অভ্যুত্থানে লেডি হিটলার হাসিনার কথামতো ছাত্র জনতার ওপর নীপিড়ন চালাতে গিয়ে মামলা খেয়েছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা। যাদের অনেকেই জেলে রয়েছেন। তাদের কঠিন পরিণতিও আওয়ামী লীগের রজনীতি ছাড়তে বাধ্য করছেন এখনো পদত্যাগ করতে চাওয়া নেতাদের।

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যা করেছে তাতে করে এদেশের আমপাবলিক দলটির নামও শুনতে চায়না। ঘৃণা ভরা নয়নে আড়চোখে তাকায় দেশের অভ্যন্তরে থাকা নেতাদের দিকেও। যে দলের রাজনীতি নেতাদের, জনতার ঘৃণা ছাড়া সম্মান দিতে পারছে না সেই দলের রাজনীতিতে থাকতে চাননা প্রক্তান নেতারা। মূলত এসব কারণেই দলবেধে আওয়ামী লীগ ত্যাগ করছেন ফ্যাসিস্ট হাসিনার সাবেক অনুচররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *