
পশ্চিম তীরের জেনিন শহরে এক আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধিদলের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি ও কাতার এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ্ বলেছেন, ‘আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে কানাডার গভীর উদ্বেগ জানাতে। আমরা একটি পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা চাই। উল্লেখ্য যে, ওই প্রতিনিধিদলে চারজন কানাডীয় কূটনীতিক ছিলেন।
উরুগুয়ে, পর্তুগাল ও ইতালিও আলাদাভাবে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনাটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত দেয়।
এদিকে কাতার এ ঘটনাকে ‘খোলামেলা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নিয়ম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘সতর্কতামূলক গুলি’ চালিয়েছে। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় আন্তর্জাতিক সম্প্রদায়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।