
চতুর্মুখী চাপে তীব্র অভিমান নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি পদত্যাগ করবেন বলে জানান।
কিন্তু উপদেষ্টাদের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার ইলিয়াস হোসেনা তার ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছেন। আজ শুক্রবার (২৩ মে) দেওয়া পোস্টে ইলিয়াস জানান,
দেশের জন্য যদি প্রয়োজন হয়, তবে প্রফেসর ইউনূসের পাশে পাশে দাঁড়ানোর জন্য পিনাকী-ইলিয়াস-কনক সারোয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করুন।