হাসিনার আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি

শেখ হাসিনার অধীনে হওয়া বিগত সব নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে শেখ হাসিনার আমলে হওয়া সব নির্বাচন আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। শেখ হাসিনা ফ্যাসিবাদী ব্যবস্থায় নির্বাচন করেছিলো। ডামি প্রার্থী ছিল। তখনকার বিরোধীদলগুলোও নির্বাচনের বিরোধিতা করেছে। সেই নির্বাচনগুলোকে আদালতে নিয়ে গিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আমরা বলেছি পূর্বের নির্বাচন যেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়।

তিনি আরও বলেন, আমরা বলেছি—রাজনৈতিক দল হিসেবে ইলেকশন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। ইলেকশন কমিশন পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজন করা হয়। সবশেষ আমরা বলেছি, জুলাই হত্যার বিচার এবং সংস্কার প্রক্রিয়া চলমান থাকার কথা। গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের দাবি জানিয়েছি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এ রকম আমাদের আশ্বস্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *