
আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আরও আগে। আজ ছিল দিল্লি ক্যাপিটালসের শেষ ম্যাচ। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। যারা এরই মধ্যে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে।
জয়পুরে সাওয়াই মানসিং স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়ে এবারের আইপিএল শেষ করল দিল্লি।
প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান। মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ৩ উইকেট। পাঞ্জাবের হয়ে অধিনায়ক স্রেয়াশ আয়ার সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া ১৬ বলে ৪৪ রান করেন অস্ট্রেলিয়ান মার্কাস স্টোয়নিজ।
জবাব দিতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। সর্বোচ্চ ২৫ বলে ৫৮ রান করেন সামির রিজ ভি। করুন নায়ার ৪৪ রান করেন।
এ জয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে এবারের আইপিএল শেষ করে দিল্লি ক্যাপিটালস।