ভারতের পশ্চিমবঙ্গে নি’হ’ত ১৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ৪২টি কক্ষে ৮৮ জন ছিলেন।

মঙ্গলবার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি হোটেল এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে হোটেলের ভিতরে ধোঁয়া ছড়াতে থাকে।

ফলে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় হোটেলটি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা জানালার গ্লাস ভেঙে উদ্ধার কাজ শুরু করেন। রাত ৩টা নাগাদ হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।

তবে যারা মারা গেছেন তাদের অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন

করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র মনোজ বর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *