ভারত-পাকিস্তান উত্তেজনা, এবার সেই শঙ্কাই সত্যি হলো

সিন্ধু নদ চুক্তি বাতিলের পর পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআই রোববার (৪ মে) জানিয়েছে, জম্মু কাশ্মিরের রামবনের বাগলিহার বাঁধে চেনাব নদীর পানি আটকে দেওয়া হয়েছে।

অপরদিকে কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলাম নদীর পানি আটকানোর পরিকল্পনা করা হচ্ছে। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন।

এ হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তোলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পেহেলগাম হামলার একদিন পর জরুরি বৈঠকে বসেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ওইদিন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলের ঘোষণা দেয় নয়াদিল্লি। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের অধীনে হওয়া এ চুক্তির মাধ্যমে ভারত থেকে আসা তিনটি নদীর নদী পানি পাচ্ছিল পাকিস্তান।

তবে চুক্তি বন্ধের পর নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার শঙ্কা তৈরি হয়। এখন সেটিই করেছে নয়াদিল্লি। ভারত ইঙ্গিত দিয়ে আসছে পেহেলগাম হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলাও চালানো হবে।

আজ রোববারও দেশটির বিমানবাহিনীর প্রধানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন মোদি। ভারত সিন্ধু নদ চুক্তি বাতিলের পর পাকিস্তান সিমলা চুক্তির বাতিল করে। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চুক্তিটি হয়।

এতে বলা হয়, দুই দেশ আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসন করবে। চুক্তিটি বাতিলের পর দুই দেশের সীমান্তে গত ১০ দিন প্রতি রাতে গোলাগুলি হচ্ছে। তবে গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: পিটিআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *