
ভোলার তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে পর পর দু-দিন ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার বিকালে চাঁদপুর (উত্তর) ইউনিয়ন বিএনপির সম্মেলনে স্লোগান দেয়া নিয়ে দুই গ্রুপের মধ্যে সহিংসতায় সভা পণ্ড হয়ে যায়। হামলা-পাল্টা হামলা ও চেয়ার ছোড়াছুড়িতে উভয় গ্রুপের ১৪ জন আহত হন। বিকেল সাড়ে ৫টায় তজুমদ্দিন উত্তর বাজার মাদ্রাসা বাজার মাঠে এ ঘটনা ঘটে।
সভা পণ্ড হওয়ার পরে উভয় গ্রুপ বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে। এর আগে রোববার (৪ মে) বিকালে একই উপজেলার সোনাপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে দ্রই সেক্রেটারি প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় ৮জন আহত হন।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে তজুমদ্দিন উত্তর বাজার আলিম মাদ্রাসা মাঠে চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা চলাকালে বিকাল সাড়ে ৫টায় সভাপতি প্রার্থী জাহিদ হাসান দিদার ও অরবিন্দু দে টিটুর সমর্থকরা স্লোগান দেয়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় একপক্ষ অপর পক্ষের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং চেয়ার ছোড়াছুড়িতে সভা পণ্ড হয়ে যায়। উপজেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন।
এদিকে রোববার বিকালে সোনাপুর ইউনিয়নের আনন্দ বাজারে ইউনিয়ন বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়। সভা শুরুর আগেই অধিদফতর বিস্তার নিয়ে সেক্রেটারি প্রার্থী জাকির হোসেন মনু ও একেএম ফিরোজ সিকদারের সমর্থকের সংঘর্ষের ঘটনা ঘটে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব ওমর আসাদ রিন্টু জানান, সম্মেলনের প্রথম পর্ব শেষ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় পর্বে মাদরাসার হলরুমে বসেছিলেন। এ সময় দুই গ্রুপের মধ্যে চেয়ার ছোড়া ছুড়ির ঘটনা ঘটে। সিনিয়র নেতৃবৃন্দ সভা স্থগিত করে উত্তেজিত সমর্থকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ৭ থেকে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সোনাপুরে হামলার বিষয় জানান, কাউন্সিল শুরুর আগেই দুই সেক্রেটারি প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছু উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রার্থীদের পক্ষে বিপুল সংখ্যক সমর্থক সভায় উপস্থিত হওয়ার সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে তা নিয়ন্ত্রণ করা হয়েছে।