
যুক্তরাষ্ট্র ইয়েমেনে তাদের প্রতিদিনের বোমা হামলা বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে যুক্তরাষ্ট্র এই হামলা বন্ধ করবে বলে জানান ট্রাম্প।
বুধবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইয়েমেনের হুতিরাও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে আর হামলা চালাবে না। খবর আলজাজিরার।
বুধবার হোয়াইট হাউসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠককালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, হুতিরা আমাদের কাছে ঘোষণা করেছে যে তারা আর যুদ্ধ করতে চায় না। আমরা এটিকে সম্মান করব এবং আমরাও বোমা হামলা বন্ধ করব।
ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার পর ওমান নিশ্চিত করে, তারা ওয়াশিংটন এবং সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে।ওমান এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র বা হুতিরা কেউই একে অপরকে লক্ষ্যবস্তু করবে না।
যার মধ্যে লোহিত সাগর এবং বাব আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজও অন্তর্ভুক্ত। ওমানের বিবৃতিতে হুতিরা ইসরাইলের ওপর আক্রমণ বন্ধ করতে রাজি হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।
তবে ইয়েমেনের হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত বলেছেন, এই গোষ্ঠী গাজাকে সমর্থন অব্যাহত রাখবে এবং এই ধরনের আক্রমণ অব্যাহত চালাবে।
আলাদাভাবে ইয়েমেনের হুতি সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল হুতি এক্সে এক পোস্টে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন বন্ধ করার বিষয়টি মূল্যায়ন করা হবে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হুতিদের হামলা বন্ধ করতে এ বছর ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীটির ওপর হামলা জোরদার করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজায় ইসরাইলের অব্যাহত যুদ্ধে হামাসের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরাইল সংশ্লিষ্ট জাহাজের ওপর হামলা চালাত হুতিরা।
এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে যুদ্ধবিমান থেকে ভয়াবহ হামলা চালিয়েয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। বুধবার হামলা চালিয়ে ইয়েমেনের আন্তর্জাতিক এই বিমানবন্দর একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। ইসরাইলের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে গত রবিবারে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী সানা বিমানবন্দরে ওই হামলা চালিয়েছে।