
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে এক বিস্ফোরক দাবি করেছেন। তিনি লিখেছেন, “শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি,
বেসরকারি এবং সামরিক পর্যায়ে অন্তত ২৩টি বৈঠক করেছে।” তিনি আরও দাবি করেন, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দেওয়া।
বিচারপ্রক্রিয়ার নামে উদ্দেশ্যমূলকভাবে কালক্ষেপণ করে এক পর্যায়ে বলা হবে, “এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।”
হাসনাত আবদুল্লাহ তার স্ট্যাটাসে কড়া ভাষায় উল্লেখ করেন, “যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই।
এই মন্তব্যগুলোতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এনসিপির এই অভিযোগ এবং বক্তব্যের প্রেক্ষিতে এখন পর্যন্ত সরকার বা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।