পাকিস্তানে হা’মলা: সাড়ে ৯শ’ মিলিয়ন ডলার ক্ষতি ভারতের

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মাঝে, পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের মোট ক্ষতি হয়েছে কমপক্ষে ৯৫০ মিলিয়ন ডলার। হামলাটি পরিচালনা করার সময় পাঁচটি যুদ্ধবিমান এবং এক ড্রোন ধ্বংস হওয়ার কারণে এ বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, যা ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বড় ধাক্কা। পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে ভারতীয় বাহিনীর ১৫ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

ভারতের দাবি ছিল যে তারা সন্ত্রাসী আস্তানা নির্মূল করতে পাকিস্তানে অভিযান চালাচ্ছে। তবে পাকিস্তান জানায়, হামলার ফলে কেবল বেসামরিক স্থাপনাই আক্রান্ত হয়েছে, এবং নিহতরা সাধারণ মানুষ। পাকিস্তানের দাবি, এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ, স্কুলসহ বেশ কিছু বেসামরিক স্থান।

ভারতের ক্ষতির মধ্যে উল্লেখযোগ্য অংশ হলো, ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান। চলতি মাসের শেষদিকে ভারত প্যারিসের সাথে চুক্তি স্বাক্ষর করে ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য, যার মূল্য ছিল প্রায় *সাড়ে হাজার মিলিয়ন ডলার। চুক্তি অনুযায়ী, প্রতিটি রাফালের মূল্য ছিল ২৮৫ মিলিয়ন ডলার। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে, ধ্বংস হয়ে যায় তিনটি রাফাল যুদ্ধবিমান, যার মূল্য ছিল মোট ৮৬৪ মিলিয়ন ডলার।

এছাড়া, পাকিস্তানের আক্রমণে ভারতের সুখই ৩০ এবং মিক মডেলের আরও দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার তৈরি সুখই ৩০ এর প্রতিটির মূল্য প্রায় ৪২ মিলিয়ন ডলার হলেও, ভারতে এটির গড় মূল্য দাঁড়িয়েছে ৭০.৩ মিলিয়ন ডলার। আর মিক-গোয়েন্টিন বিমানগুলোর মূল্য প্রায় ১১ মিলিয়ন ডলার করে।

অপরদিকে, ভারতের হেরন ড্রোনও হামলায় ধ্বংস হয়ে গেছে, যার মূল্য প্রায় সাড়ে মিলিয়ন ডলার। সব মিলিয়ে, ভারতের সামরিক অভিযানে মোট ক্ষতি দাঁড়িয়েছে ৯৫০ মিলিয়ন ডলারেরও বেশি*।

ভারতীয় কর্তৃপক্ষ হামলার পর দাবি করে যে, তারা সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে পাকিস্তানের দাবি, হামলার ফলে বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং নিহতরা সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *