
কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা ১৮ দিনের উত্তেজনা ও সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত দিল্লি-ইসলামাবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বিষয়টি জানানোর পর উভয় দেশ আলাদাভাবে
নিশ্চিত করেছে। বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপরই সব বিমানের জন্য আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শনিবার (১০ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানানয়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার পর সব বিমানের জন্য আকাশসীমা খুলে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানের আকাশসীমা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।
এ ছাড়া দেশের সব বিমানবন্দরও স্বাভাবিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত। টাকা কয়েক দিনের তীব্র লড়াইয়ের পর পাকিস্তান ও ভারত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার পরপরই এই বিবৃতি দেওয়া হলো।
এদিকে, যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স ভারতীয় সময় তিনটা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন
করেছিলেন। তাদের দুজনের মধ্যে স্থির হয়েছে আজ (শনিবার) বিকেল ৫টা থেকে দুই পক্ষই সব ধরণের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও জানিয়েছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময় তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে।