এবার প্রকাশ্যে এসেই ভারত-পাকিস্তানকে যে নতুন প্রস্তাব দিলেন ট্রাম্প

পেহেলগাম ইস্যুতে টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান।

পরে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই এবার ভারত-পাকিস্তানকে নতুন প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার (১১ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান,

আগ্রাসন যে থামানো উচিত, সেটি দুই দেশের নেতারা বুঝতে পারায় আমি গর্বিত। ‘এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য।

দুদেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে দুই দেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তিনি আরও লিখেছেন, এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাকিস্তান দু‌দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী।

তবে, কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *