বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষকদের বেতন ও ভাতা নিয়ে সুখবর

চলতি বছরের জুন মাস থেকেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষকদের বেতন ও ভাতা প্রদান করা হবে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে।

আধুনিক ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া এই উদ্যোগের আওতায় আসছেন দেশের হাজারো শিক্ষক। ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে ১১টি নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকদের।

পাইলট প্রকল্প হিসেবে এই পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এখন দেশব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল এমপিওভুক্ত শিক্ষককে এই ব্যবস্থার আওতায় আনার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (এমপিও) খোরশেদ আলম জানিয়েছেন, “আমরা পাইলটিংয়ে আশানুরূপ সফলতা পেয়েছি। এখন জুন মাস থেকে সকল শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাটা সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *