গণ-অভ্যুত্থানকে পুঁজি করে লাখ টাকার প্রতারণা

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনাকে পুঁজি করে লাখ লাখ টাকা প্রতারণা করছে বলে জানা গেছে। সম্প্রতি এমন একটি ঘটনা এক গণমাধ্যমে প্রতিবেদন আকারে প্রকাশ করেছে। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যখন

বহু প্রাণ হারায় তখন অগ্নিসংযোগ, অবকাঠামো ভাঙচুরের মতো ঘটনা ঘটে। সেই সবের ক্ষয়-ক্ষতি ও বিল হিসাব করে স্থানীয় সরকারকে বিভাগকে পাঠানো হয়। এমন একটি তালিকা তৈরি করে বাগেরহাট জেলা পরিষদ।

অবাক কাণ্ড, নথিতে ২০ লাখ টাকার ক্ষতি দেখানো হলেও বাস্তবতা ভিন্ন। তালিকায় ক্ষতি হিসেবে দেখানো হয়েছে গেট, প্রাচীর ও সিসি ক্যামেরা। আসলে এসব ক্ষতি হয়নি বলে দৃশ্যমান হয়েছে।

এ বিষয়ে জানতে কথা হয় প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সঙ্গে। তিনি জানান, প্রাচীরও ভাঙেনি, গেটও ভাঙেনি। আমি টাইলস ভাঙা দেখেছি। ওই সময়টাই আমি ছিলাম না।

স্থানীয় একজন দোকানি বলেন, কোন ক্ষতিগ্রস্ত হয়নি। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা থেকেই এই টাকাটা আসে।

এ ব্যাপারে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *