ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বি’ক্ষোভকারীরা

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ডাকে উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত আব্দুল্লাহ। এর পর থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত।

তিনি ওই পোস্টে বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত ১০টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে।

তিনি আরো বলেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সাথে আমরা নাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *