প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য বিশাল বড় সুখবর!

বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, দেশে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার কার্যক্রম শিগগিরই বাস্তবায়ন করা হবে।

এছাড়াও দুর্গম চরাঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রিযাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। শনিবার (৩ মে) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলা

পরিষদ হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভাপতিত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডাররা এ সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। তিনি বক্তৃতায় শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান সমস্যা ও তার সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

প্রশ্নোত্তর পর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রধান শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো ও শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়ে বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ১৮৮ জন প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *