মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র খু’ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৪ মে) রাত তিনটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় বক্তৃতায় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ভিসি ও প্রক্টর। তাই তাদের পদত্যাগ চাই। বক্তৃতাকালে তারা স্লোগান দেন: “দফা এক, দাবি এক—ভিসির পদত্যাগ”, “আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে?” ইত্যাদি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, মধ্যরাতে, লাইটিং থাকা অবস্থায় কিভাবে প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়? এই ভিসি মুচকি হাসি দিয়ে কীভাবে স্বপদে বহাল থাকেন, আমি প্রশ্ন রাখতে চাই।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পারেনি। আমরা অবিলম্বে ঢাবি ভিসি ও প্রক্টরকে সরানোর দাবি জানাচ্ছি। অন্যথায় শুধু ভিসি-প্রক্টরের বিরুদ্ধেই নয়, আমাদের আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও যাবে।”

এর আগে রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *