পিনাকী ভট্টাচার্য বলেন, হাসিনা নাকি আমারে তার…

অনেকে কইতেছে হাসিনা নাকি আমারে তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া বক্তব্যে ঝাড়ছে খুব বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য। ১৫ ই মে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।

পিনাকী তার পোস্টে বলেন, অনেকে কইতেছে হাসিনা নাকি আমারে তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া বক্তব্যে ঝাড়ছে খুব? কারো কাছে লিংক আছে? কমেন্ট বক্সে দিবেন একটু মেহেরবানী করে?

এ রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে, ৭ হাজার রিয়েক্ট এর সাথে ২২ শেয়ার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *