
পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদীদের আক্রমণের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ভারত। সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিএসএস) বৈঠকের পর পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন,
পাকিস্তানের সঙ্গে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু পানিচুক্তি রদ করা হলো। পাকিস্তানিদের জিন্য সার্ক ভিসা বাতিল করা হয়েছে। নতুন করে আর কোনো পাকিস্তানিকে ভিসা দেয়া হবে না। যেসব পাকিস্তানি সার্ক ভিসায় ভারতে আছেন,
তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া হলো। পাকিস্তানে ভারতের হাইকমিশনগুলো থেকে কর্মী অনেকটাই কমানো হবে।
দিল্লির পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয়েছে। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে। পাক দূতাবাসের কর্মকর্তাদের সংখ্যাও ৫৫ থেকে কমিয়ে ৩০ করতে বলা হয়েছে।
ভারতও পাকিস্তানে হাইকমিশনের কর্মীসংখ্যা একই অনুপাতে কমাবে, প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের দেশে ফেরাবে।
পহেলগামের বৈসরনে পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলার পরই ভারত অভিযোগ করে, এর পিছনে পাকিস্তান আছে।
গতকালও পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকতে চেয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ হয়েছে এবং দুই জঙ্গি মারা গেছে বলে ভারত দাবি করেছে। সূত্র : ডয়েচে ভেলে।