
স্বৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহ উদ্দিন মিয়াজী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কারাগারের জেলার মনির হোসেন।
তিনি জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন মিয়াজীকে জামিন দিলে তাকে মুক্তি দেওয়া হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মশিয়ূর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বয়স বিবেচনা ও সরকারি হাসপাতাল থেকে অসুস্থতার সার্টিফিকেট দেওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন।’
তিনি আরো বলেন, ‘সালাহ উদ্দিন মিয়াজীর নামে দেশের কোনো থানায় মামলা নেই। এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেনি।’
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাহ উদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওই দিনই রাত ৩টার দিকে বিশেষ নিরাপত্তায় ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।
জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। ওই মামলায় সালাহ উদ্দিন মিয়াজীকে পুলিশ দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে।