হঠাৎ করে স্বর্ণের বাজার উলটপালট, দাম কমে কত হলো জানেন?

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। তিন মাসের জন্য ট্রাম্পের শুল্ক স্থগিতের পর বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গত ২২ এপ্রিল স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চে পৌঁছানোর পর স্পট মার্কেটে প্রতি

আউন্সে বৃহস্পতিবার (১ মে) তা কমে ৩ হাজার ২২২ দশমিক ৬৬ ডলারে নেমে এসেছে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমে প্রতি আউন্স ৩ হাজার ২৩০ দশমিক ৮০ ডলারে বেচাকেনা হচ্ছে।

এদিকে, মার্কিন ডলার সূচক (ডিএক্সওয়াই) ০.৩ শতাংশ বেড়েছে, যা স্বর্ণের দামকে নিম্নমুখী করেছে। এছাড়া বাণিজ্য উত্তেজনা কমতে শুরু করায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের আকর্ষণ কমিয়ে দিয়েছে।

ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাওনোভো মন্তব্য করেছেন, ‘বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে, যার ফলে শুল্ক কমে যাবে। যতটুকু আশা করা হচ্ছে, তার মধ্যে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাচ্ছে এবং তারা ঝুঁকি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে।’

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার (৩০ এপ্রিল) বলেছেন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে এবং চীনের সঙ্গল একটি চুক্তির সম্ভাবনা অত্যন্ত ভালো।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে ১৪৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আলোচনা শুরু করেছে, যা বাজারে আশাবাদ জাগিয়েছে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের মাইলফলক ছুঁয়েছে। তার ৯ দিনের মাথায় দাম প্রায় ৩০০ ডলারের মতো কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *