নিজ বাড়িতে আইনজীবীর র’হস্যজনক মৃ’ত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়িতে এক আইনজীবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। সদর থানা পুলিশ তার বাড়ি থেকে ওই আইনজীবীর গলিত মরদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বালুবাগান আবাসিক এলাকার ৪নং গেটের সামনের একটি বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গলিত মরদেহ উদ্ধার হওয়া ওই আইনজীবীর নাম মইনুল বারি জুয়েল (৪৮)। তিনি শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে।

জানা যায়, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাড়িতে একা থাকতেন জুয়েল। কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি কীভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৃত মইনুল বারি জুয়েলের বোন শামিমা নাজনিন বলেন, আমার ছোট ভাই ট্যাক্সের আইনজীবী ছিলেন এবং ঢাকায় প্র্যাকটিস করতেন। সাড়ে চার বছর আগে ঢাকা থেকে বাড়িতে চলে আসেন। এরপর চার বছর আগে আমার বাবা মারা যান এবং সাত মাস আগে আমার মা মারা যান।

এছাড়া আমার ভাই ও ভাবির অনেক আগে ডিভোর্স হয়ে যায়। তাদের একমাত্র মেয়ে ঢাকায় পড়াশোনা করে। তাই আমার ভাই বাড়িতে একাই থাকতেন এবং একাকিত্ব জীবনযাপন করতেন। গত কয়েকদিন থেকে আমার ভাইকে ফোন করছি কিন্তু সে ফোন ধরছে না। পরে এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা এখানে এসেছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান কালবেলাকে বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়াও মৃত্যুর রহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *