সব স্কুল ২ দিনের জন্য বন্ধ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আগামীকাল (৯ মে) ও শনিবার (১০ মে) সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রাদেশিক সরকার।

বৃহস্পতিবার পাঞ্জাবের স্কুল শিক্ষা বিভাগের সচিব খালিদ নাজির ওয়াট্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, তবে আন্তর্জাতিক পরীক্ষাকেন্দ্রগুলোর (যেমন: ও লেভেল, এ লেভেল) মাধ্যমে নির্ধারিত পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এর আগে, ব্রিটিশ কাউন্সিল পাকিস্তান ‘উন্নয়নশীল পরিস্থিতির’ কারণে আজ লাহোরে অনুষ্ঠিতব্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা — যেমন: GCE, IGCSE, IELTS এবং ইউনিভার্সিটি অব লন্ডনের পরীক্ষাসমূহ বাতিল করেছে।

সরকারি ভাষ্যে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আগামী ৯ ও ১০ মে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *