
ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে দুই দেশের মধ্যে। এবার কড়া ভাষায় নয়াদিল্লিকে সতর্ক করলো পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ
শরিফ চৌধুরী বলেন, ভারত যেন ‘সিনেমা জগত’ ছেড়ে বাস্তবতার মাটিতে ফিরে আসে। এই মন্তব্য তিনি করেছেন এমন সময়ে, যখন সীমান্তে হামলা-পাল্টা হামলার অভিযোগে দুই দেশের মধ্যে উদ্বেগজনক উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার (৯ মে) এক সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন জেনারেল চৌধুরী। তিনি ভারতের সাম্প্রতিক দাবি, পাকিস্তান ভারতের ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে—এই অভিযোগকে “ভৌতিক প্রতিরক্ষা” বা “ফ্যান্টম ডিফেন্স” বলে অভিহিত করেন। তিনি বলেন, এসব ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত গল্প কেবল মঞ্চে বা সিনেমা হলে মানায়, যুদ্ধক্ষেত্রে নয়।
তাঁর দাবি, যদি পাকিস্তান সত্যিই পাল্টা হামলা চালায়, তাহলে সেটা সারা বিশ্ব নিজেই টের পাবে, আলাদা করে ঘোষণা করার দরকার হবে না। ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও নিয়েও তিনি কটাক্ষ করেন—”শুকনো জমির ছবি দেখিয়ে কী বোঝাতে চাইছে ভারত? কমপক্ষে আগুনের কিছু চিহ্ন তো থাকা উচিত!” একই সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও।
জেনারেল চৌধুরী আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত এবং ভারতের যেকোনো আগ্রাসনের কড়া জবাব দেওয়া হবে। “যখন পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে, তখন তা হবে স্পষ্ট ও চূড়ান্ত,”—তিনি বলেন, “ভারতের মিডিয়া তখন আর কোনো কল্পনার আশ্রয় নিতে পারবে না।”
ভারতের সাম্প্রতিক কিছু মন্তব্য ও সামরিক কৌশলকে অষ্টাদশ শতকের ভাবধারার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “তারা এখনো বাস্তবতাকে স্বীকার করছে না।” পুরো বক্তব্য জুড়েই পাকিস্তানের পক্ষ থেকে আত্মবিশ্বাসী ও কঠোর অবস্থান তুলে ধরা হয়। তথ্যসূত্র : বিবিসি, জিও নিউজ