ভারত-পাকিস্তান যু’দ্ধ নিয়ে নতুন দাবি আমেরিকার, তালিকায় আছে চীন!

দুই মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ব্যবহার করেছে। চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে।

চীনের তৈরি একটি শীর্ষস্থানীয় পাকিস্তানি যুদ্ধবিমান বুধবার কমপক্ষে দুটি ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে। এই ঘটনা বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের জন্য একটি বড় মাইলফলক।

গত মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। সে সময় চীনা যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান দেশটির সামরিক বিমান ভূপাতিত করে বলে বুধবার পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার পার্লামেন্টে দাবি করেন। এ দাবির মধ্যে আমেরিকার পক্ষে জানানো হলো নতুন খবর।

ভারতীয় বিমান বাহিনীর একজন মুখপাত্রকে রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি। মন্তব্য নেই চীনেরও।

তাইওয়ান বা বৃহত্তর ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিং কীভাবে লড়াই করতে পারে সে সম্পর্কে ধারণা পেতে ওয়াশিংটনে পশ্চিমা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একটি শীর্ষস্থানীয় চীনা যুদ্ধবিমানের পারফরম্যান্সের ওপর গভীর নজর রাখা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, উচ্চ আত্মবিশ্বাস রয়েছে যে, পাকিস্তান চীনা তৈরি জে-১০ বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কমপক্ষে দুটি বিমান ভূপাতিত করেছে।

অন্য একজন কর্মকর্তা বলেন, ভূপাতিত করা কমপক্ষে একটি ভারতীয় জেট ছিল ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *