
“আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না”, “আবু সাঈদ, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”, “ক্ষমতা না জনতা? জনতা জনতা” এমন আরও অনেক স্লোগান নিয়ে আবারও জনতার মঞ্চে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।
গতকাল রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে তাকে এসব আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এসব স্লোগান দিতে দেখা যায়।
আরও কিছু স্লোগানের মধ্যে ছিলো,
“আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই”, “সারা বাংলায় খবর দে, মুজিববাদের কবর দে”, “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”, “কেন দিবো রক্ত, দিয়েছি তো রক্ত”, “ব্যান ব্যান আওয়ামী লীগ”,।
উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
রাতেই এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের আহতরা। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিয়ে সড়কেই ঘুমানোর সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাই আন্দোলনে আহতরা।
জানা গেছে, অবস্থান কর্মসূচিতে অংশ নিতে হাসপাতাল থেকে এসে যমুনার সামনে অবস্থান নেন তারা। এসময় জুলাই আহতরাও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সবার সঙ্গে মিলে স্লোগান দিতে থাকেন।
দেখুন সম্পূর্ণ ভিডিও: https://www.facebook.com/share/v/