এবার কাশ্মীর নিয়ে যে বড় পরিকল্পনা করল পাকিস্তান

কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের পর ইসলামাবাদ এমন প্রতিক্রিয়া জানাল।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে— “কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র দেশগুলোর গঠনমূলক ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই।

সাম্প্রতিক যুদ্ধবিরোতির ক্ষেত্রে তাদের সহায়তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পথে একটি বড় পদক্ষেপ। বিবৃতিতে আরও বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর সংকটের যেকোনো ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান

অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার ভিত্তিতে হতে হবে। ইসলামাবাদ মনে করে, এর মাধ্যমেই কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেছে— “কাশ্মীর ইস্যু শুধু দক্ষিণ এশিয়ার নয়, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যও গভীর প্রভাব ফেলে। তাই যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা আশাব্যঞ্জক।

বিবৃতির শেষাংশে পাকিস্তান জানায়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিতে তারা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার পক্ষে।

বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর করার প্রত্যাশা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *