‘অপারেশন কেলার’: সেনা অভিযানে নি’হ’ত ৩

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার আওয়ানতিপোরায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে নাদার ও ত্রাল এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযানের সময় এই বন্দুকযুদ্ধ শুরু হয়। এই এলাকা দক্ষিণ কাশ্মীরের আওয়ানতিপোরা মহকুমার অন্তর্গত।

স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযানের সময় কথিত সন্ত্রাসীরা একটি বসতবাড়িতে আশ্রয় নিয়েছিল। নিরাপত্তা বাহিনীর প্রবল অভিযানের মুখে তারা বেশিক্ষণ প্রতিরোধ করতে পারেনি এবং তিনজন নিহত হয়।

এটি মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ভারতশাসিত কাশ্মীরে দ্বিতীয় বড় ধরনের সশস্ত্র সংঘর্ষের ঘটনা। এর আগে মঙ্গলবার (১৩ মে) কুলগাম থেকে শোপিয়ানের জঙ্গল এলাকায় অভিযানে সন্দেহভাজন তিন সন্ত্রাসী নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে।

ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)-এ জানায়, ১৩ মে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত করে ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান চালানো হয়, যেখানে তীব্র গোলাগুলির মধ্যে তিন সন্ত্রাসী নিহত হয়। এই অভিযানকে ভারতীয় বাহিনী ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এই অভিযান এমন এক সময়ে চালানো হলো যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি কমেনি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় গত ৬ ও ৭ মে।

এই নতুন সংঘর্ষের ঘটনা আবারও জম্মু-কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত উত্তেজনা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *