
ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে আরও একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এ নিয়ে দেশটির দাবি অনুযায়ী ভূপাতিত ভারতীয় ফাইটার জেটের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউ ও সামা এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার কামরার একটি বিমান ঘাঁটি পরিদর্শনকালে বলেন,
“কাশ্মিরের পামপুর এলাকায় ৬ থেকে ৭ মে রাতের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান বিমান বাহিনী ।” তিনি এ ঘটনাকে পাকিস্তানি বাহিনীর “অসাধারণ দক্ষতা ও সংকল্পের প্রতীক” হিসেবে বর্ণনা করেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী তার সফরে সামরিক পাইলট, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের পেশাদারিত্ব ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। শেহবাজ শরিফ বলেন,
“ভারতের সাম্প্রতিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু যখন প্রতিরোধ প্রয়োজন, তখন তা যথাযথভাবে করেছে। পাকিস্তান কখনোই দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি সহ্য করবে না।”
প্রধানমন্ত্রী বলেন, “এই ঘটনা প্রমাণ করে যে পাকিস্তানের আকাশসীমা রক্ষা করার ক্ষেত্রে আমাদের বাহিনী সর্বদা প্রস্তুত এবং কার্যকর। এদিকে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক মহল দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে যাচ্ছে।