
সম্প্রতি দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া তীব্র সামরিক উত্তেজনার অবসান হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, বর্তমানে দুই দেশ শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে এবং যুদ্ধ নয়,
বরং অর্থনৈতিক অগ্রগতির দিকে মনোযোগ দিচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) গালফ সফরের অংশ হিসেবে কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সেনাদের উদ্দেশে বক্তব্য দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এ সময় তিনি বলেন, “আমি দুই পক্ষকেই স্পষ্টভাবে বলেছি—এখন সময় যুদ্ধ নয়, বরং বাণিজ্য ও উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার। তারা তা মেনে নিয়েছে এবং খুশিও হয়েছে।”
ট্রাম্প জানান, মার্কিন কূটনৈতিক উদ্যোগের ফলেই গত শনিবার (১০ মে ২০২৫) ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সমঝোতা প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনার অবসান ঘটিয়েছে।
তিনি আরও বলেন, “আমাদের কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত কার্যকর ছিল। পারমাণবিক শক্তিধর এই দুটি দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। ওই হামলার জবাবে ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সামরিক পদক্ষেপ নেয়। কয়েকদিন চলা এ উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে নিয়ন্ত্রণে আসে।