উপদেষ্টা মাহফুজকে নিয়ে এ কেমন মন্তব্য মাসুদ কামালের?

সম্প্রতি পিনিকী ভট্টাচার্য তার একটি ভিডিও বার্তায় আলোচনা করতে গিয়ে সাংবাদিক মাসুদ কামালের একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওবার্তায় মাসুদ কামাল বলেন, বর্তমান সরকারের একজন গুরত্বপূর্ণ উপদেষ্টা,

যদিও ওনার কোন পোর্টফোলিও নাই,তিনি কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই বিষয়টা ক্লিয়ার না। উনি যে গুরত্বপূর্ণ এইটা ওনার বডিল্যাঙ্গুয়েজে বুঝা যায়, ওনার কথাবার্তায় বুঝা যায় এবং অন্যদের কথাবার্তাতেও কিছুটা বুঝা যায়।

দপ্তরবিহীন মন্ত্রীকে অনেকে হাস্য রস করে বলতেন উজিরে খামাখা। মাহফুজ আলমকে মনে হয় উজিরে খামাখা বলা যাবে না। ওনার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো ওনার পোর্টফোলিও দেওয়া হয় নাই।

অথবা এমন একটি ধারনা দেওয়া হয়েছে যে ওনি এতোই গুরত্বপূর্ণ ব্যাক্তি, একটা পোর্টফোলিও দিয়ে ওনার গুরুত্ব কমানোর চেষ্টা করা হয় নি। হতে পারে কিন্তু।

কারন আমরা দেখেছি ভারতের দিল্লির যিনি মূখ্যমন্ত্রী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল ওনার কোন পোর্টফোলিও ছিল না। ওনি মূখ্যমন্ত্রী কিন্তু ওনার কোন পোর্টফোলিও নেননি ওনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *