পুলিশের কাছ থেকে ছিনিয়ে অভিযুক্তকে ধ’র্ষককে পিটিয়ে হ’ত্যা!

রাজধানীর খিলক্ষেতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে নিয়ে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় উত্তেজিত জনতা। এসময় গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের মৃত্যু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে, পুলিশের গাড়ির উপরে উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এসময় পুলিশের গাড়িটিও ভেঙে দেয় তারা।

পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। উত্তেজিত জনতাকে শান্ত করে মরদেহ উদ্ধার করে তারা।

জানা গেছে, এঘটনায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ আটজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ধর্ষণে অভিযুক্তকে থানায় নেওয়ার পথে লোকজন পুলিশের গাড়িতে হামলা করে। এসময় তারা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *