
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় টাকা চুরি দেখে ফেলায় আপন ভাগ্নের হাতে নৃশংসভাবে খুন হন দুই বোন মরিয়ম বেগম ও সুফিয়া বেগম। এ ঘটনায় জড়িত কিশোর মো. গোলাম রব্বানী খান ওরফে তাজ (১৪) কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-মিরপুর বিভাগ।
সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
শুক্রবার (৯ মে) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটে রাজধানীর শেওড়াপাড়ার একটি ভাড়া বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। মরিয়ম বেগমের মেয়ে বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে জানা যায়, ঘটনার দিন তাজ তার বড় খালা মরিয়ম বেগমের বাসায় যায়। বড় খালার অনুপস্থিতিতে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে সে তিন হাজার টাকা চুরি করে। বিষয়টি টের পেয়ে বড় খালা তাকে বকাঝকা করেন এবং তার মাকে জানানোর জন্য ফোন খুঁজতে থাকেন।
এ সময় তাজ ডাইনিং টেবিলে থাকা লেবু কাটার ছুরি দিয়ে বড় খালার পেটে আঘাত করে। পরে সুফিয়া বেগম তাকে থামাতে এলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে। এরপর রান্নাঘর থেকে শিল-নোড়া এনে দুই খালার মাথায় আঘাত করে তাদের হত্যা নিশ্চিত করে।
ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার জানান, প্রযুক্তির সহায়তা ও মাঠ পর্যায়ের তদন্তের মাধ্যমে ঝালকাঠি সদর এলাকায় অভিযান চালিয়ে রোববার (১১ মে) ভোর ৩টা ৩০ মিনিটে তাজকে তার নানা বাড়ি থেকে গ্রেফতার করা হয়।