
বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণার পর এবার নিবন্ধনও স্থগিত করল বাংলাদেশ নির্বাচন কমিশন (EC)।
আজ এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের মুখপাত্র নিশ্চিত করেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের প্রেক্ষিতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে গেজেট প্রকাশ করা হয়েছে।
“চাল-সংক্রান্ত” সংগঠনও নিষিদ্ধস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, শুধু আওয়ামী লীগ নয়, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন, এমনকি “চাল-সংক্রান্ত সংগঠন” গুলোর কর্মকাণ্ডও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইসির বক্তব্যনির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়: “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিয়েছি। গেজেট প্রকাশ করা হয়েছে, BG Press থেকে কপি সংগ্রহ করা যাবে।”
রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের ফলে দলটি এখন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আইনি সুযোগ হারিয়েছে, যদি না ভবিষ্যতে এ সিদ্ধান্ত বাতিল হয় বা পুনর্বহাল করা হয়।