ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন সিন্দুর’-কে দেশের নারীদের উৎসর্গ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভারতের বীর সেনা, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা ও বিজ্ঞানীদের আমি স্যালুট জানাই। যে দেশের মা-বোনেদের সিন্দুর মুছে যায়, সেই দেশের জবাব কতটা ভয়ংকর হতে পারে, তা আজ গোটা বিশ্ব বুঝে গিয়েছে।
কাশ্মীরের পেহেলগামে ২৫ এপ্রিলের জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাল্টা প্রতিশোধ হিসেবে ৭ ও ৮ মে রাতে চালানো হয় ‘অপারেশন সিন্দুর’। মোদির দাবি, এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ১০০ এর বেশি কুখ্যাত জঙ্গিকে হত্যা করা হয়েছে। তাঁর ভাষায়, এই অপারেশন ছিল ভারতের সংকল্পের বাস্তব রূপ। বিশ্ব দেখেছে, ভারত কেবল বলে না- কাজও করে।
মোদি বলেন, পেহেলগামে হামলা ছিল সন্ত্রাসবাদের সবচেয়ে বর্বর রূপ, আর তাতে ভারতের নারীর ‘সিন্দুর’ রক্তাক্ত হয়েছিল। সেই অপমানের জবাবই দিয়েছে ভারত।
এই অভিযানের জেরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উত্তপ্ত হয়। শনিবার বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও জলপথে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে সম্মত হয় ভারত ও পাকিস্তান।
মোদি স্পষ্ট ভাষায় বলেন, পাকিস্তানের বিরুদ্ধে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে তাদের আচরণই ঠিক করবে পরবর্তী পদক্ষেপ কী হবে।