সুখবর, যে সকল স্কুলগুলোকে সরকারি করার ঘোষণা

আরও একটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয় সরকারি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে মার্চ ও এপ্রিল মাস মিলিয়ে পাঁচটি স্কুল সরকারি করা হল।

বুধবার (৩০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘‘প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে।

আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না। এর আগে গত মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,

রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *